Moyna: স্ত্রীর সামনে প্রথমে মারধর, ময়নায় বিজেপি নেতাকে অপহরণ করে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Continues below advertisement
Moyna : ময়নার (Moyna) বাকচায় বিজেপি নেতা খুন (BJP Leader Murdered)। অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মেলে। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
Continues below advertisement