Anupam Hazra: দলের মধ্যেই ‘বিভীষণ’ থাকার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। Bangla News
গ্রেফতার অনুব্রত, ইস্যু কাজে লাগাতে না পারার অভিযোগে বিস্ফোরক অনুপম। ‘বীরভূমে জমি তৈরি, তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন?’ দলের মধ্যেই ‘বিভীষণ’ থাকার অভিযোগে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। ‘বীরভূমে যারা পদে, তাদের মধ্যে অনুব্রত নিয়ে উৎসাহ নেই’। ‘বীরভূমে ঘরের শত্রু বিভীষণ থাকলে, খুঁজে বের করে ফাঁস করব’। বোলপুরে সুকান্ত মজুমদারের মিছিলের দিনই আক্রমণে খোদ বিজেপি নেতা
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Anupam Hazra