Arjun Singh: সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহর

Continues below advertisement

ABP Ananda Live: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় অর্জুন সিংহ। '২০২১-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে'। 'অথচ সেই সময় ওই এলাকায় সাংসদ ছিলেন অর্জুন সিংহ'। মুম্বই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রীর। 'কামারহাটি তো ব্যারাকপুর লোকসভার মধ্যেই পড়ে না', মিথ্যে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা অর্জুন সিংহ। 

এছাড়াও অর্জুন সিংহ বলেছেন, 'পশ্চিমবঙ্গের মানুষ এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছেন যিনি বাংলার ভূগোলটাও ঠিকভাবে জানেন না। যেহেতু জয়ন্তর পদবী সিংহ তাই তার সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। জয়ন্ত সিংহ আড়িয়াদহর বাসিন্দা। সেখানে কামারহাটি বিধানসভা। সেখানে বিধায়ক মদন মিত্র, সাংসদ সৌগত রায়। উনি জানেনই না, আমার নাম জুড়ে দিলেন। এটা দুর্ভাগ্যের যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী। আর একটা দুর্ভাগ্য উনি মিথ্যে কথা বলেন। উনি সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ২০২১ সাল থেকে জয়ন্ত সিংহর বাড়বাড়ন্ত। এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ২০১৬ সাল থেকে পাঁচবার গ্রেফতার হয়েছেন জয়ন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আদৌ কি কোনও তথ্য রয়েছে, নাকি নেই, সেটাই বুঝতে পারছি না'। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram