BJP News:'একজন মন্ত্রী কীভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করেন?' ব্রাত্য বসুকে আক্রমণ অর্জুনের
ABP Ananda LIVE: বিধানসভায় মন্তব্যের প্রেক্ষিতে ব্রাত্য বসুকে বেনজির আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংহের । 'ব্রাত্য বসুকে পেটানো দরকার ছিল' । 'একজন মন্ত্রী কীভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করেন?' ব্রাত্য বসুর মত দেশদ্রোহীকে পেটানো দরকার ছিল, মন্তব্য অর্জুন সিংহের
প্রায় দেড় ঘণ্টায় কমপক্ষে ৪২টি করে প্রশ্ন, বউবাজার থানায় ৪ প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ
বউবাজার থানায় চার প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ। অভয়কাণ্ডে চার আন্দোলনকারী ডাক্তারকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। দেবাশিস হালদার, সুবর্ণ গোস্বামী, মানস গুমটা ও পরিচয় পণ্ডাকে ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ। কমপক্ষে ৪২টি করে প্রশ্ন করা হয়েছে বলে দাবি চার চিকিৎসকের। চিকিৎসকদের পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিল করা হয় এদিন। মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের ডাকে এই মিছিল।
এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "মূল প্রশ্নের জায়গা, ৪২ দফা প্রশ্ন এবং বেশিরভাগ প্রশ্ন এটাই যে আপনারা যে বিভিন্ন মিছিল করেছেন, সেগুলো বেআইনি কার্যকলাপ ছিল বা এটার মাধ্যমে আপনার যে ক্রাইম করেছেন, সেটা কি স্বীকার করছেন ? আমরা স্পষ্ট বলি, বিভিন্ন মিছিলে আমরা তো একবছর ধরে যাচ্ছি। শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা কোনও অপরাধ করিনি। সেটাই স্পষ্ট করা হয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর বলুন, এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নও করা হয়। আমরা তদন্তে যতটুকু সহায়তা করার করেছি। একবছর পেরিয়ে যাওয়ার পর কাউকে মালদায়, কাউকে দার্জিলিঙে পোস্টিং দিয়ে তাঁদের হঠাৎ করে এখানে ডেকে আনা একটা হেনস্থা। যতই হেনস্থা করা হোক, অন্যরা যদি ভেবে থাকেন যে এর মাধ্যমে আন্দোলন স্তিমিত করা যাবে বা আমরা ভয় পাচ্ছি, সেটা ভুল ভাবছেন। বরঞ্চ, ভয় যেমন ছোঁয়াচে, তেমনি সাহসও ছোঁয়াচে। সেই ছোঁয়াচে সাহসটাই ছড়িয়ে পড়বে।"