Kolkata News: 'গুলশান কলোনীকে তো জেহাদিদের আখড়া বানিয়ে দিয়েছে', আক্রমণ অর্জুন সিংহর
ABP Ananda Live: 'ভাটপাড়াকে ভাটপাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বানানো হয়েছিল আর গুলশান কলোনীকে তো জেহাদিদের আখড়া বানিয়ে দিয়েছে। ওখানে তোলাবাজি, কে জমি বিক্রি করবে এটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যেয়র ২ কাউন্সিলরের লড়াই'। বললেন অর্জুন সিংহ।
আরও পড়ুন...
বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের
চোর সন্দেহে ভিনরাজ্যে বাঙালি শ্রমিককে পিটিয়ে-কুপিয়ে খুনের অভিযোগ। বিশাখাপত্তনমে স্থানীয়দের মারে মৃত্যু নদিয়ার শ্রমিকের, দাবি পরিবারের। মৃত শ্রমিক রাজু তালুকদার নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা। ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি, খবর স্থানীয় সূত্রে। চোর সন্দেহে বাঙালি শ্রমিকদের বেধড়ক মারধর স্থানীয়দের, দাবি পরিবারের। রাজুকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ পরিবারের। বিশাখাপত্তনমের হাসপাতালে চিকিৎসার পর ছাড়া হয় রাজুকে। বাড়িতে আনার পথে বিশাখাপত্তনম স্টেশনে ফের অসুস্থ, দাবি পরিবারের। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা, দাবি রাজুর পরিবারের।