DIlip Ghosh: 'ডাক্তারদের স্যালুট...' কেন সম্মান জানালেন দিলীপ ঘোষ? ABP Ananda Live

'আমরা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলাম। ডাক্তাররা সাহস করে সিপি পর্যন্ত গিয়েছেন। কিন্তু সিপি শুনবেন না, কারণ আসল জায়গায় ঘা দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্য়ায় চাইছেন ভয় দেখিয়ে, দেরি করে সাধারণ মানুষ আন্দোলন বন্ধ করে বাড়ি চলে যায়। কিন্ত সেটা তো হবে না...পুরো সমাজ তৈরি আছে...মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে এর সমাধান হবে না', বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 

ফের কাঠগড়ায় আর জি কর মেডিক্যাল কলেজ। পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তির সময় দুর্নীতির অভিযোগ। তৎকালীন ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স বুলবুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চিকিৎসক রাজীব রঞ্জন। আগামী সপ্তাহে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে শুনানির সম্ভাবনা। 

আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে পদত্যাগ। পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য, চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি দিয়ে পদত্যাগের ঘোষণা। 'আর জি কর-কাণ্ডে একাধিক বিতর্কে নাম জড়িয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কয়েকজন সদস্যের, এতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সুনাম নষ্ট হচ্ছে, কাউন্সিলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে, বিতর্কের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সদস্যদের কাউন্সিলের কাজ থেকে দূরে রাখা হোক', রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে চিঠি চিকিৎসক দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola