Dilip Ghosh Wedding: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা, চিরকুমার দিলীপের চিরসঙ্গী রিঙ্কু

ABP Ananda Live: বৈশাখী সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে দিলীপ। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা। চিরকুমার দিলীপের চিরসঙ্গী রিঙ্কু। দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ। আচার-আচরণ মেনেই এক হল চার হাত। জীবনের নতুন অধ্যায় শুরু দিলীপের। 

 

এদিন মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সঙ্ঘের থেকে সংসার। দুটোর আগেই কিন্তু সং রয়েছে। সেই জন্য আমরা বলি, বেশি সংযমী হলে, হয় সং , নয়তো যমের শিকার হয়ে যায়। সংসার মানে দিলীপ বাবু, সং সেজে থাকাই যেখানে সার ! সেটাই হল সংসার। ও লাভলি ! I am really happy. আমাকে দেখুন , আমি কিন্তু বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত। বলে নিজের সাজগোজ দেখালেন মদন মিত্র। এরপর 'কালারফুল বয়' হাসিমুখে শোনালেন কবিতা। 'চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে ? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আজ আমাদের সোনামণির বে। প্রহর শেষের আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম, আমার সর্বনাশ।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola