Dilip Ghosh:'মমতা বন্দ্যোপাধ্যায়ও রেলমন্ত্রী ছিলেন...ওঁর আমলে কী হত ভেবে দেখুন', বিশাখাপত্তনমের ঘটনায় প্রতিক্রিয় দিলীপের।ABP Ananda LIVE
'যে কোনও দুর্ঘটনা দুঃখজনক...বহু ক্ষয়ক্ষতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও রেলমন্ত্রী ছিলেন...ওঁর আমলে কী হত ভেবে দেখুন। এখন অনেক নতুন প্রযুক্তি আসছে, এত বড় দেশ, আমাদের দ্বিতীয় দীর্ঘতম রেলে কিছু না কিছু ভুলত্রুটি তো হয়েই যায়', বিশাখাপত্তনমের ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের।
Tags :
CM Mamata Banerjee News CM Mamata Banerjee DISTRICT Dilip Ghosh On Vishakhapatnam Rail Accident