Jagannath Chatterjee: রাজ্যের বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতি নিয়ে বিস্ফোরক জগন্নাথ চট্টোপাধ্যায়
ABP Ananda Live: 'শুধু আর জি কর মেডিক্যাল নয়, রাজ্য জুড়ে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতি'। অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। 'রাজ্য জুড়ে বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে কয়েকশো কোটি টাকার দুর্নীতি'। 'যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল, তাদের কোনও প্লান্টই নেই পশ্চিমবঙ্গে'। অভিযোগ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের।
SIT-এ ভরসা না রেখে আর জি করে দুর্নীতির তদন্তের ভার সুপ্রিম কোর্ট CBI-কে দেওয়ায় সরব ফিরহাদ হাকিম।
আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ৪ জন চিকিৎসক - সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, কীভাবে করা হয় এই পলিগ্রাফ টেস্ট? কী বলছেন বিশেষজ্ঞরা।
Tags :
RG Kar Medical College RG Kar Jagannath Chatterjee Medical Student Death RG Kar Student Death Kolkata Medical Student Death