Easr Medinipur: পঞ্চায়েত ভোটের পঞ্চায়েত ভোটের ময়নায় বিজেপিতে ফের ভাঙন | ABP Ananda Live

Continues below advertisement

Easr Medinipur: পঞ্চায়েত ভোটের(Panchayat Election)আগে পূর্ব মেদিনীপুরের (Easr Medinipur) ময়নায় (Mayna) বিজেপিতে (Bjp)ফের ভাঙন। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন তমলুক (Tamluk)সাংগঠনিক জেলা কমিটির সদস্য অলক বেরা (Alok Bera)। গতকাল তৃৃণমূল জেলা পার্টি অফিসে এসে শাসকদলের ঝান্ডা হাতে তুলে নেন বিজেপি নেতা। পদত্যাগী বিজেপি নেতার দাবি, দলে দমবন্ধ পরিবেশ, কাজের জায়গা নেই, তাই তৃণমূলে যোগদান (Joined TMC)। বিজেপি ছে়ড়ে আরও অনেকে আসবে, কটাক্ষ তৃণমূলের। খুনের মামলা থেকে বাঁচতে তৃণমূলে যোগ দিয়েছেন, পদত্যাগী নেতাকে পাল্টা তোপ বিজেপির। এর আগে জানুয়ারিতে তৃণমূলে যোগ দেন  ময়নার বিজেপি যুব মোর্চা নেতা সম্রাট সামন্ত (Samrat Samanta)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram