Kaustav Bagchi: 'মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে পুলিশ তাই করছে', আক্রমণ কৌস্তভের | ABP Ananda Live
ABP Ananda Live: 'মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে পুলিশ তাই করছে। এরা চাকরবাকর লোক, মালকিন যা বলছে তাই শুনতে হবে। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এই ধরনের নীপিড়ন আগেও দেখেছি। অনুব্রত মণ্ডল যেখানে পুলিশকে অকথ্য ভাষায় কথা বলে তখন পুলিশের কোনও সাহস থাকে না। মেয়ে বিচার চেয়ে যখন অভয়ার মা-বাবা আন্দোলনে নেমেছে সেই নিয়ে পুলিশের যদি এই ধরনের আচরণ থাকে সেটা বাংলার মানুষ দেখছে', বললেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।
নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মা। পাশাপাশি নবান্ন অভিযানে আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৩ জন ভর্তি এসএসকেএমে। আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ ভর্মা। সেখানে গিয়ে পুলিশ কমিশনার জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে নিহত চিকিৎসকের মায়ের অভিযোগের তদন্ত হবে। মেয়ের বিচার চেয়ে শনিবার পথে নেমেছিলেন অভয়ার মা। সেই নবান্ন অভিযানেই তাঁর চাঞ্চল্য়কর অভিযোগ, পুলিশ তাঁকেই মারধর করেছে। এদিন সিপি মনোজ ভর্মা বলেন, "আরজি করের নির্যাতিতার মা যে অভিযোগ করছেন... নিশ্চয়ই উনি আঘাত পেয়েছেন। এটা একেবারেই হওয়া উচিত নয়। কেন হল? কী কারণে হল? পুলিশ মেরেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখা হবে। অভিযোগ এলে নিশ্চয়ই তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও...গতকাল থেকে আমরা তদন্ত করছি।