Locket On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা' , সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক লকেট
নতুন করে আগুন জ্বলল সন্দেশখালিতে (Sandeshkhali Violence) । সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কলঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। লকেটের সংযোজন, এই লজ্জাজনক ঘটনার জন্য, ইতিহাসের পাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম থাকবে।
Tags :
MAMATABANERJEE SandeshkhaliViolence BermajurViolence LocketOnMamata LocketBanerjee LocketOnSandeshkhali