Mithun Chakraborty: ২০২৬ সালের বিধানসভা ভোটের ভবিষ্যদ্বাণী মিঠুন চক্রবর্তীর | ABP Ananda Live

ABP Ananda Live: ২০২৬ সালের বিধানসভা ভোটের ভবিষ্যদ্বাণী মিঠুন চক্রবর্তীর। 'ভোটার তালিকা সংশোধন হলে ৭০ আসনও পাবে না তৃণমূল', মন্তব্য মিঠুনের। বিজেপি ৫০ ক্রস করবে না, পাল্টা আক্রমণ কুণালের।

 

 

৬১ লক্ষ ভোটার বাদ যাবে বিহারে! নির্বাচন বয়কটের ভাবনা তেজস্বীর, বিজেপি-র অস্বস্তি বাড়ালেন নীতীশের দলের সাংসদও

ভোটারতালিকায় বিশেষ সংশোধন ঘটানো ঘিরে উত্তাল গোটা দেশ। সেই নিয়ে পারদ চড়ছে নির্বাচনমুখী বিহারেও। আর সেই আবহেই নির্বাচন বয়কটের জল্পনা উস্কে দিলেন লালুপ্রসাদ যাদবের ছেলে, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা রাজ্য বিধানসভার বিরোদী দলনেতা তেজস্বী যাদব। এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না, জোটসঙ্গী এবং মানুষের মতামতকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তেজস্বী। (Bihar Voter List Row)বিহারের ভোটারতালিকা থেকে প্রায় ৬১ লক্ষ নাম বাদ পড়তে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৯৯ শতাংশ ভোটারের কাছে পৌঁছতে পেরেছে তারা। ৭.৯ কোটি ভোটারের মধ্যে ৭.২১ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে এবং তার ডিজিটালকরণও সম্পন্ন হয়েছে। ৭ লক্ষ মানুষ এখনও ফর্ম জমা দেননি। যে ৬১.১ লক্ষ ভোটারের নাম পড়তে পারে বলে জানা যাচ্ছে, তাঁদের মধ্যে ২১.৬ লক্ষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কমিশন। ৩১.৫ লক্ষ পাকাপাকি ভাবে বিহারের বাইরে চলে গিয়েছেন। ৭ লক্ষের নাম রয়েছে একাধিক জায়গায়। ১ লক্ষের কোনও খোঁজ পাওয়া যায়নি। (Bihar Assembly Elections 2025)

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola