Rahul Sinha: অর্জুন সিংহর বিতর্কিত মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া রাহুল সিন্হার | ABP Ananda LIVE

Arjun Singh: 'তৃণমূলে ফিরে ঠিকমত স্বস্তিতে নেই অর্জুন সিংহ। আসলে বুথে যাদের বসাবে না বলছন একসময় তাঁদেরই উনি বসাতেন। আর তাঁদের নিয়েই ভোট করতেন। এখন এইসমস্ত নীতিকথা শুনিয়ে কিছুটা মানুষের মন পেতে চাইছে, তৃণমূলকে কিঠুটা সতর্ক করে জায়গা পেতে চাইছে, আর কিছুই না', মন্তব্য রাহুল সিন্হার(Rahul Sinha)। লোকসভা ভোটের (Lok Sabha vot 2024)আগে ফের বিতর্কিত মন্তব্য অর্জুন সিংহর (Arjun Signh)। বললেন, 'যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন'।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola