Rahul Sinha: 'চোরের মায়ের বড় গলা', সৌগতের কড়া সমালোচনা রাহুলের। Bangla News
সৌগত রায়ের বক্তব্যের কড়া সমালোচনা বিজেপির। 'চোরের মায়ের বড় গলা', নারদ-প্রসঙ্গ টেনে সৌগত রায়কে আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। কটাক্ষ মদন মিত্রকেও। কল্যাণ-অসিতের পর অনুব্রত মণ্ডলের ভাষা সৌগত রায়ের মুখেও। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। কামারহাটিতে হুমকি দিয়েছেন সৌগত রায়।
Tags :
TMC BJP ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Rahul Sinha Sougata Roy এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর