ABP News

BJP News: 'সরকার সরকারি টাকায় ধর্মীয় মন্দির তৈরি করতে পারে না', কোন প্রসঙ্গে বললেন রাজর্ষি লাহিড়ী?

Continues below advertisement

ABP Anada Live: রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের। সাড়ে ৩ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। এই পূর্ব মেদিনীপুরেরই দিঘাতেই, পুরীর আদলে বিশাল জগন্নাথ মন্দির তৈরি করেছে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিডকো। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সেই মন্দিরের উদ্বোধন। 

 

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল

নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। নতুন জেলা  সভাপতি হয়েছেন শ্যামল রায়। প্রাক্তন জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তীর দাবি, RSP, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি। দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই তাঁকে জেলা সভাপতি পদে বসানো হয়েছে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram