Mamata Banerjee: 'নির্বাচনী প্রচারটা এগিয়ে রেখেছেন', পুজোর অনুদান নিয়ে মমতাকে কটাক্ষ সজলের।
Sajal Ghosh: দুর্গাপুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতার। আগের বারের থেকেও বৃদ্ধি করা হল অনুদান। আগের বার থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান । ২০২৫-এ পুজোর অনুদান ১ লক্ষ টাকা দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী। ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি মকুবের ঘোষণা বহাল। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর । পুজো নিয়ে বৈঠক মমতার, সতর্ক থাকতে নির্দেশ পুলিশ-প্রশাসনকে। একধাক্কায় পুজোয় বাড়ল ক্লাবগুলির অনুদান। কটাক্ষ বিজেপি, সিপিএমের। র্গাপুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতার। আগের বারের থেকেও বৃদ্ধি করা হল অনুদান। আগের বার থেকে ১৫ হাজার টাকা বৃদ্ধি। পুজোর জন্য ক্লাবগুলিকে ৮৫ হাজার করে অনুদান। ৭০ হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান ৮৫ হাজার। ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে সরকারি অনুদান। 'নির্বাচনী প্রচারটা এগিয়ে রেখেছেন', পুজোর অনুদান নিয়ে মমতাকে কটাক্ষ সজলের।