Sajal Ghosh: গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপি নেতা সজল ঘোষের।

Continues below advertisement

Bhangar News: এবার ভাঙড় থানার ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। বছর পঞ্চাশের এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোররাতে ভাঙড় বাজারে ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগর মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ভাঙড় থানা। এরপরও দেহ দীর্ঘক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপি নেতা সজল ঘোষের। বোলপুরে (Bolpur) রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ মৃত্যু, গ্রেফতার বাড়ির সেজ বউ। ধৃত স্মৃতি বিবি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। 'এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল স্মৃতির' । 'ভাসুর দেখে ফেলায় তাঁকে স্ত্রী, পুত্র-সহ পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তাঁর প্রেমিক'। পরিকল্পনা মতো ভাসুরের ঘরের জানলায় কেরোসিন ঢেলে আগুন, দাবি পুলিশের। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram