Samik Bhattacharya: 'এই সরকার চাকরি চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে', আক্রমণ শমীকের

ABP Ananda Live: 'এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়। সংখ্যা এটা নয় সবার জানা। সরকার এই তালিকা প্রকাশ করে প্রমাণ করল যে দুর্নীতি হয়েছে, এটার একটা আইনি শিলমোহর সরকার নিজেই লাগিয়ে দিল। এখন প্রশ্ন হচ্ছে ১লক্ষ টাকা চুরিটাও চুরি, আর ১ কোটি টাকা চুরিটাও চুরি। এই সরকার চাকরি চুরি করেছে। মানুষের জীবন যৌবন চুরি করেছে। গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। আজ হলফ নামা দিয়ে সেটাই তারা জানিয়ে দিল', বললেন শমীক।

 

 

SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !

যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'

 

 

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola