BJP News: পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ: শমীক

ABP Ananda Live: 'পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল সরকার সরকার পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সারা মানুষকে কিছু উপহার দিতে পারেননি'। বললেন শমীক।

 

আরজি কর কাণ্ডে ঝাঁটা হাতে পথে, CBI দফতর সাফাই অভিযানে অভয়া মঞ্চ

আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের প্রায় এক বছর হতে চলল। বিচারের দাবিতেও প্রায় ১ বছর পথে সাধারণ মানুষ। এই আবহ এবার সিজিও অভিযানে নামল 'অভয়া মঞ্চ'। অভয়া মঞ্চের সঙ্গে সিজিও অভিযানে রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও অভিযানে সামিল হয়েছে দুই সংগঠন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাঁটা নিয়ে নেমেছেন পথে। তাঁদের দাবি, সিবিআই দফতরে সাফাই অভিযান করতেই হাতে ঝাঁটা তুলে নিয়েছেন তাঁরা। দাবি একটাই তিলোত্তমার বিচার চাই। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। চিকিৎসক ধর্ষণ-খুনের অভিযোগে জেলবন্দি রয়েছে সঞ্জয় রায়। কিন্তু অভিযোগ, এক বছর হতে চললেও মেলেনি বিচার। এই আবহে বিচারের দাবিতে ফের স্লোগানে মুখরিত হল রাজপথ। অভয়া খুনের এক বছরে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে এদিন সিবিআই দফতরে সাফাই অভিযানে নামেন প্রতিবাদীরা। মুখে স্লোগান আর হাতে ছিল ঝাঁটা। যদিও সিজিও কমপ্লেক্স থেকে অন্যত্র সরে গিয়েছে CBI দফতর। সেখানে গিয়ে অভয়া ম়ঞ্চের ৭ জন ডেপুটেশন জমা দেন। এদিন চিকিৎসক পুণ্যব্রত গুঁই বলেন, "সিবিআই সাপ্লিমে্টারি চার্জিশিট দেয়নি বলে টালা থানার ওসি ও সন্দীপ বেল পেয়েছে। অভয়ার বাবা মা সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করেছে দিল্লিতে গিয়ে মাস দুয়েক হল। সিবিআইয়ের তদন্তকারী অফিসার অভয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন যে সঞ্জয় রায়ই দোষী।''  

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola