Taslima Nasrin: তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ জানালেন লেখিকা

ABP Ananda Live: তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার । 'শেষ পর্যন্ত কলকাতায় ফেরা হবে কিনা জানি না, তবে মনে রাখায় ধন্যবাদ'। 'মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে জন্মভূমি থেকেই নির্বাসিত'। 'বাংলায় লেখালেখি করতে হলে পশ্চিমবঙ্গে ফেরা আমার কাছে গুরুত্বপূর্ণ'। 'এটা যে উপলব্ধি করেছেন বিজেপি সাংসদ, এর জন্য আমি কৃতজ্ঞ'। 'বাম আমলে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত হতে হবে এটা কখনও ভাবিনি'। 'শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত তখন এর প্রতিবাদ করেছিলেন'। 'তারপরে দীর্ঘদিন কোনও রাজনীতিক আমার কলকাতায় ফেরা নিয়ে মুখ খোলেলনি'। '১৮ বছর পরে কলকাতায় ফেরানোর দাবি জানালেন শমীক ভট্টাচার্য'। বিজেপির রাজ্যসভার সাংসদকে ধন্যবাদ জানিয়ে পোস্ট তসলিমা নাসরিনের। 

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের

 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের। চার নম্বর গেটের বাইরে পথ অবরোধ ও বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, স্থায়ী পদে অধ্যাপকদের নিয়োগ, সহপাঠীদের নিঃশর্ত মুক্তির দাবিতে পথ অবরোধ । 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola