WB News: রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

ABP Ananda Live: পরিযায়ী শ্রমিকদের ভিনরাজ্যে হেনস্থা, প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক্স হ্যান্ডল পোস্টে অভিযোগ। 'TMCP সভাপতি চাঁচল কলেজের AB সোয়েলের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দাহ!' এটাই তৃণমূলীদের আসল চেহারা, এক্স হ্যান্ডলে শাসকদলের ছাত্র সংগঠনকে নিশানা শমীক ভট্টাচার্যর।

আরও পড়ুন...

Calcutta High Court: হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিবার

হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা রাকেশ সিংহের পরিবার। পুলিশ অযথা হেনস্থা করছে রাকেশ সিংহকে, অভিযোগ পরিবারের। FIR খারিজ করার আবেদন। বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ। ১১ সেপ্টেম্বর মামলার শুনানি। বিধানভবনে কংগ্রেসের অফিসে গুণ্ডামির অভিযোগে গ্রেফতার হন রাকেশ সিংহ।

টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

ফের কাজের দিনে অফিস টাইমে মেট্রো বিভ্রাট। সকাল ৮টা ২০ মিনিটে গড়িয়া অর্থাৎ কবি নজরুল মেট্রো স্টেশনে রেক খারাপ। টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। এর জেরে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। কাজের দিন চরম দুর্ভোগে মানুষ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola