Shankar Ghosh: গত সোমবার হামলার মুখে, ত্রাণ নিয়ে ফের নাগরাকাটায় শঙ্কর ঘোষ | ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত, সেই নাগরাকাটাতেই ত্রাণ বিলি শঙ্কর ঘোষের। গত সোমবার হামলার মুখে, ত্রাণ নিয়ে ফের নাগরাকাটায় শঙ্কর ঘোষ । হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২ দিন পরই ত্রাণ বিলি বিজেপি বিধায়কের । শঙ্কর ঘোষের সঙ্গে ছিলেন কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। না এলে দুষ্কৃতীরা ভাবত ভয় পেয়েছি, প্রতিক্রিয়া শঙ্কর ঘোষের। ০৬ অক্টোবর, ২০২৫: নাগরাকাটার বামনঘাটায় আক্রান্ত হন শঙ্কর ঘোষ, খগেন মুর্মু। রক্তান্ত হন খগেন মুর্মু, মারধর করা হয় শঙ্কর ঘোষকে । এখনও হাসপাতালে ভর্তি খগেন মুর্মু, ২ দিন আগে ছাড়া পান শঙ্কর ঘোষ।

 

জন্মদিনে কেক কাটা বিতর্কের প্রসঙ্গ টেনে বিস্ফোরক বীরবাহা হাঁসদা। 'আগামী দিনে ঝান্ডা বাঁধার মতো একটা খুঁটিও যেন বিজেপি না পায়'। বাঁকুড়ার তালডাংরায় মন্তব্য বনমন্ত্রীর। 'বিজেপির সরকার যদি কোনওভাবে আসে...,...তাহলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়িভাড়া পাব না'। 'আমার মতো গ্রামের ছেলেমেয়েরা যদি কেক কেটে খায়'। 'তাতেও কিন্তু বাধা দেবেন বিজেপি'। 'আগামী দিনে একটাও ঝান্ডা বাঁধার মত খুঁটি যেন বিজেপি না পায়'। তালডাংরার সভায় বললেন বীরবাহা হাঁসদা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola