BJP News: 'বিবেকানন্দ যে মাটিতে জন্ম নিয়েছেন, সেখানে ফাইল চোর, গরুচোররা ঘুরছে', আক্রমণ সুকান্তর

Continues below advertisement

ABP Ananda live: 'বিবেকানন্দ যে মাটিতে জন্ম নিয়েছেন, সেখানে ফাইল চোর, গরুচোররা ঘুরছে'। 'চোরেদের রাজ্য থেকে হটানোর ব্যবস্থা করুন'। 'চোরেরা না সরলে, বিবেকানন্দর মতো প্রতিভারা আর এখানে জন্ম নিতে পারবেন না'। স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে সিমলা স্ট্রিটে গিয়ে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।

 

নিয়ন্ত্রণ হারানো মালবোঝাই লরির সামনে যাত্রীবোঝাই গঙ্গাসাগরগামী বাস ! রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার,  ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।

 মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola