Sukanta Majumdar: 'বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে বুলডোজার চলবে', মন্তব্য সুকান্তর।ABP Ananda Live
BJP: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি, ‘‘শাহজাহানের জঙ্গি-যোগ আছে।’’ তাঁর হুমকি, এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এ সব জায়গায় ‘বুলডোজ়ার’ চলবে। পাল্টা রাজনৈতিক প্রতিহিংসা আর প্ররোচনার অভিযোগে একযোগে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সির দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “ভাইপোর (Abhishek Banerjee) আপ্ত সহায়ক শুক্রবার রাতেই শাহজাহানকে পালিয়ে যেতে বলেছে'। ABP Ananda Live
Tags :
Sukanta Majumdar DISTRICT Sukanta Majumdar RATION SCAM Sandeskhali ED Raid Sandeskhali Chaos Sandeskhali