Suvendu Adhikari: অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ বিজেপির, পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দুর
ABP Ananda LIVE: লোকসভার পর বঙ্গের ৪ কেন্দ্রের উপনির্বাচনেও পর্যুদস্ত বিজেপি। অনেকে ভোট দিতে পারেননি বলে অভিযোগ বিজেপির, পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দুর। 'পঞ্চায়েত থেকে লোকসভা, বিধানসভা উপনির্বাচন, যাঁরা ভোট দিতে পারেননি, নাম নথিভুক্ত করুন'। 'যাঁরা ভোট দিতে পারেননি, তাঁদের জন্য কাল পোর্টাল চালু, গণ আন্দোলন করব'। ৪ কেন্দ্রের ১০০ ভোটারকে নিয়ে রাজভবনে আসব, হুঁশিয়ারি শুভেন্দুর।
৪ কেন্দ্রে হেরে ফের ভোট লুঠের অভিযোগ বিরোধী দলনেতার। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। ২১ জুলাই 'গণতন্ত্র হত্যা দিবস' পালন করবে বিজেপি, রাজভবনের সামনে ধর্না শেষে ঘোষণা রাজ্যের বিরোধী দলনেতার। তৃণমূলকে সরাতে গণ আন্দোলনের ডাক শুভেন্দুর।
আড়িয়াদহে অত্যাচারীর অট্টালিকার জমির মালিক কে? কার জমিতে দুধসাদা অট্টালিকা জয়ন্ত সিংহর? অন্ধকারে কামারহাটি পুরসভা। দিলীপ মুখোপাধ্যায়ের নামে নথিভুক্ত জমি, কামারহাটি পুরসভা সূত্রে খবর। এখনও পর্যন্ত দিলীপ মুখোপাধ্যায়ের খোঁজ পায়নি কামারহাটি পুরসভা। অবৈধ বাড়ি ঘোষণার পর নোটিস পাঠানোর প্রস্তুতি কামারহাটি পুরসভার। পুরসভার ভূমিকায় প্রশ্ন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়কের।