Suvendu Adhikari: 'পার্থ, বালু সব জেলে, সব চোরেরা জেলে গেছে', তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর

Continues below advertisement

Suvendu Adhikari Attacks TMC: 'মোদি ক্ষমতায় আসার পর ৭২ লক্ষ শৌচালয় দিয়েছিলেন'। 'নরেন্দ্র মোদি (Narendra Modi) ৩০ হাজার কোটি টাকা দিয়েছিলেন ৪০ লক্ষ বাড়ির তৈরির জন্য'। 'নরেন্দ্র মোদির দেওয়া টাকা একজনও পাননি'। 'রাজ্যে রেশনেও দুর্নীতি' (Ration Scam)। 'নরেন্দ্র মোদি ৮০০০ কোটি টাকা দিয়েছেন ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের জন্য'। 'সব টাকা খেয়ে ফেলেছে পিসি-ভাইপো'। 'বাংলায় বিজেপির (BJP) ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে'। 'বিজেপি জিতলে উত্তরবঙ্গের কথা আগে মনে রাখব'। 'ভাইপো বলেছিলেন উত্তরবঙ্গ বলে কিছু নেই, একটাই বঙ্গ পশ্চিমবঙ্গ'। 'উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, রাঢ়বঙ্গ বললে রাজ্য ভাগ হয় না'। 'উত্তরবঙ্গকে (North Bnegal) বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না, উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে'। 'চা বাগানের পাট্টা দেওয়া বড় জুমলা'। 'চা বাগানের জমির মালিক চা শ্রমিকরা, এর আবার পাট্টা কীসের ?' 'চা বাগানের শ্রমিকদের জন্য লড়ছে বিজেপি'। 'চা শ্রমিকদের মজুরি, বোনাসের জন্য লড়ছে বিজেপি, এই লড়াই জারি থাকবে'। 'চা শ্রমিকের মৃত্যু হয়েছে, অ্যাম্বুল্যান্স না পাওয়ায় মৃত্যু'। 'মমতা সরকার নরেন্দ্র মোদির স্কিমগুলি বন্ধ করে রেখেছে'। 'চোরেদের পার্টিকে উপড়ে ফেলতে হবে'। 'চা বাগানের জমি কেন্দ্রের জমি, রাজ্যের নয়'। 'তৃণমূল কংগ্রেস শুধু মিথ্যা কথা বলে'। 'উত্তরবঙ্গে শুধু ছবি তুলতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়' (Mamata Banerjee)। 'পার্থ, বালু সব জেলে, সব চোরেরা জেলে গেছে'।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram