Suvendu on Mamata: 'জেনে বুঝে খারাপ ধর্ম পালন করব না', হুঙ্কার মমতার।'সনাতন ধর্ম ?', পাল্টা শুভেন্দু

ABP Ananda LIVE : 'জেনে বুঝে খারাপ ধর্ম পালন করব না'। 'ইদের দিন কে কী খাবে, কে কী পরবে, কে কোথায় থাকবে সেটা নিয়ে বিধিনিষেধ থাকবে কেন ?''সবকা সাথ সবকা বিকাশ স্লোগান মিথ্যা'। 'হিন্দু, খ্রীষ্টানরা সংখ্যালঘুদের বিপক্ষে নয়, কিছু রাজনৈতিক ব্যক্তি এই নিয়ে রাজনীতির ব্যবসা। চালায়'। 'আপনারা একসঙ্গে থাকলে এই রাজনীতির ব্যবসা বন্ধ করে দেব'। রেড রোডের ইদের অনুষ্ঠান থেকে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'কোন ধর্ম খারাপ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? 'রেড রোডের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অংশ তুলে ধরে আক্রমণ বিরোধী দলনেতার। 'রেড রোডে বলছেন, আপনি খারাপ ধর্ম বা নোংরা ধর্ম মানেন না'। 'কোন ধর্মকে বলছেন? সনাতন হিন্দু ধর্মের কথা বলছেন?''ইদ উৎসবে এটা কী ধরনের উস্কানিমূলক বক্তব্য?''ইদের চেয়ে বেশিবার আপনি দাঙ্গা শব্দটি উচ্চারণ করেছেন'। 'এটা কি কোনও ধর্মীয় অনুষ্ঠান ছিল, নাকি রাজনৈতিক কর্মসূচি ছিল?' 'আপনি ইচ্ছে করে দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়াতে চাইছেন'। 'আপনি ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন'। খুব তাড়াতাড়ি আপনার কাছে এটা ব্যুমেরাং হবে'। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আক্রমণ শুভেন্দু অধিকারীর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola