Suvendu Adhikari : হিন্দু ভোট কেটে ক্ষতি করছে বিজেপির, শুভেন্দুর নিশানায় সিপিএম

ABP Ananda LIVE: বিজেপি রাজ্য সভাপতি হিসেবে শমীকের অভিনন্দন সভাতেও শুভেন্দুর মুখে কসবা থেকে কালীগঞ্জ। এই কালীগঞ্জের তামান্না সুরক্ষিত নয়। কসবা কলেজের ছাত্রী সুরক্ষিত নয়: শুভেন্দু ।  শুভেনদুর নিশানায় সিপিএম। হিনদু ভোট কেটে ক্ষতি করছে বিজেপির। আক্রমণ বিরোধী দলনেতার। বঙ্গ বিজেপি ব্যাটন হাতে নিয়েই শমীকের পাখির চোখ ছাব্বিশের ভোট। রাজ্য বিজেপিতে শমীক অধ্যায়ের সূচনা। সায়েন্স সিটিতে রবিশঙ্কর প্রসাদ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তুলে দেওয়া হল ব্যাটন।  আগে অভিযোগ জানানো হলেও কেন পদক্ষেপ করেনি পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ? অনধিকার প্রবেশে কী ব্যবস্থা কলেজে? কসবাকাণ্ডে প্রশ্ন মামলাকারীর। হলফনামা তলব হাইকোর্টের। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে রাজ্য? হলফনামা দিয়ে জানাতে হবে আদালতকে। ভোট না হওয়া কলেজের ইউনিয়ন রুমে আজ থেকেই তালা লাগানোর নির্দেশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola