BJP News:'CEO মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কী প্রমাণ আছে?সোমবারের মধ্যে তথ্যপ্রমাণ দিন',হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda Live: CEO-কে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা বিরোধী দলনেতার ডেডলাইন । সোমবার বিকেল ৫টার মধ্যে তথ্য দিন, হুঙ্কার শুভেন্দু অধিকারীর । সোমবার বিকেল পর্যন্ত মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। 'মুখ্যমন্ত্রী সিইও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন'। 'যে ভাষায় সিইও-কে আক্রমণ করেছেন, তা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক'। 'সিইও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে কী প্রমাণ আছে?' 'কী প্রমাণ আছে মুখ্যমন্ত্রীর কাছে, সোমবারের মধ্যে তথ্যপ্রমাণ দিন'। 'দুর্নীতির অভিযোগ সামনে না আনলে ধরে নেব SIR-এ ভয় পেয়েছেন'। ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দু অধিকারীর।
ঘোষণা হল নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম। নোবেল কমিটি জানাল, এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন, মারিয়া করিনা মাচাদো । ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারে তার অক্লান্ত পরিশ্রম এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের জন্য তাঁকে পুরস্কৃত করা হল।
শুক্রবার অসলোতে ঘোষণা করা হল মারিয়ার নাম। এ বছর কমিটির ভাবনায় ছিল ৩৩৮টি নাম। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা। তার মধ্যে কমিটি বেছে নিল মারিয়া করিনা মাচাদোকে। নোবেল কমিটি ঘোষণায় জানিয়েছে,গণতন্ত্রের জন্য মারিয়ার অবিচল সংগ্রাম ও অহিংস প্রতিরোধ সারা বিশ্বের কাছে অনুপ্রেরণা। মারিয়া কোরিনা মাচাদো শুধু ভেনেজুয়েলায় নয়, বরং সারা বিশ্বের গণতন্ত্রকামী জনগণের কাছে অনুপ্রেরণা।