Suvendu Adhikari: 'জাল আধার ও ভোটার কার্ডে ভরে গেছে বাংলা', আক্রমণ শুভেন্দুর | ABP Ananda Live

ABP Ananda LIve: শুভেন্দু অধিকারী বলেন, "২১ জুলাই উনি একাই বক্তৃতা করবেন নাকি! গণতান্ত্রিক দেশ তো। তাও তো বিজেপি দক্ষিণবঙ্গে করেনি, উত্তরবঙ্গে করেছে। এখন তো রাজতন্ত্র নেই। উনি একাই সব করবেন। ওঁর চাটুকাররা গান গাইবেন। উনি ৭০ হাজার লোককে বলবেন ৭০ লক্ষ লোক, গোটা কলকাতা ভেসে গেছে। কলকাতা ভরে গেছে, এইসব করবেন। তারপর ছেঁড়া পাগলু ড্যান্স হবে। এদিকে ঘাটাল ডুবছে। যা সিদ্ধান্ত নেওয়ার কোর্ট নেবে। ২১ তারিখ যদি বন্ধ হয়, তাহলে দুটোই কোর্ট বন্ধ করুক। পুলিশ, সরকারি আইনজীবী বলেছে ২০ এবং ২২ জুলাই। ২০-তে তৃণমূল করবে, ২২-এ আমরা উত্তরকন্যা করব। ২১ যদি কলকাতাতে হয়, তাহলে শিলিগুড়িতে হওয়া উচিত। শিলিগুড়ি যদি বন্ধ হয় তাহলে কলকাতাতেও বন্ধ হওয়া উচিত। এটা তো রাজনৈতিক কর্মসূচি। ২১ জুলাই নিয়ে ওঁর কী? এ তো যুব কংগ্রেসের প্রোগ্রাম। প্রোগ্রাম ছিল কংগ্রেসের, গুলি করেছিল সিপিএম, মঞ্চ বাঁধছে তৃণমূল, গালাগালি করবে বিজেপিকে।'' 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola