
BJP News: 'ধন্যবাদ জানাতে গিয়ে সুনীতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেছেন মুখ্যমন্ত্রী', কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda Live: সুনীতা উইলিয়ামসের নাম বলতে গিয়ে ভুল, আর তাই নিয়ে তরজা। মমতা বন্দ্য়োপাধ্য়ায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী! কিন্তু মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনিও আবার নাম বিভ্রাটে জড়ালেন!পাশাপাশি আজ মুখ্য়মন্ত্রী দাবি করলেন সুনীতাকে ভারতরত্ন দেওয়া হোক। পাল্টা বিজেপির শমীক ভট্টাচার্য় বললেন, আগে কন্য়াশ্রী সামলান!
এও যেন এক জয়। কিন্তু চোখের জলে। যে জয়ে আনন্দ হয় না, বরং আরও একটু ফাঁকা হয়ে যায় বুকের ভিতরটা, এই অনুভূতি যেন তেমনই। নাহলে কি আর নিজের মেয়ের মৃত্যুর শংসাপত্র কোনও বাবা মায়ের পাওনা হতে পারে? কিন্তু এই শংসাপত্রের জন্যই তো গত কয়েকটা মাস বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন হতভাগ্য বাবা মা। আবেদন করেছেন। ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন অফিসে, কিন্তু সুরাহা মেলেনি। অবেশেষে ডেথ সার্টিফিকেট পেল আরজি কর কাণ্ডে প্রয়াত চিকিৎসক তরুণীর পরিবার। সময় লাগল, ৭ মাস।
আর জি কর কাণ্ডে ৭ মাস পর ডেথ সার্টিফিকেট ইস্যু করল স্বাস্থ্য দফতর। ৯ অগাস্ট, ২০২৪, আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের সেই ঘটনা আজও ভুলতে পারেনি গোটা দেশ। আর সেই ঘটনায় অভয়া অর্থাৎ নিহত চিকিৎসকের পরিবার মেয়ের ডেথ সার্টিফিকেট পায়নি। মানুষ বিচারের দাবিতে পথে নেমেছে বারে বারেই। গর্জে উঠেছে কলকাতা, বলেছে 'উই ওয়ান্ট জাস্টিজ'। এখনও কলকাতার রাস্তায় রাস্তায় চোখে পড়ে অভয়ার মৃত্যুর প্রতিবাদে মিছিল। তবে সেই মিছিলের রোষ কিছুটা স্থিমিত। কেটে গিয়েছে ৭ মাস। এখনও মেলেনি বিচার।