Suvendu Adhikari: 'অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে চাই', আক্রমণ শুভেন্দুর
ABP Ananda LIVE: 'কলকাতার মেট্রো জুড়লেন প্রধানমন্ত্রী, ঐতিহাসিক উন্নয়ন করবেন নরেন্দ্র মোদি'। 'বাংলার উন্নয়নে প্রায় ২০ হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী' । 'অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে, নরেন্দ্র মোদিই পারবেন এটা বন্ধ করতে' । 'বাংলার মানুষ ভালো থাকতে চাই, অত্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে চাই' । 'নরেন্দ্র মোদির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে'
'দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে,তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন',কটাক্ষ কুণালের
যে প্রশ্নগুলো উঠেছে, একটারও উত্তর দিতে পারেননি। বাংলা ভাষাকে আক্রমণ করে ব্যাকফুটে আছেন। কাচের ঘরে বসে ঢিল ছুড়ে গেলেন নরেন্দ্র মোদি। যাঁরা বলছেন, বাংলা কোনও ভাষা নয়। টেলিপ্রমপটার দেখে লিখে আনা বাংলা বলছেন। যাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তিনি বিজেপিতে গিয়েছেন। ২৪ এর লোকসভা ভোটে, বিজেপি কমে গিয়েছে, তৃণমূল বেড়ে গিয়েছে। দুর্নীতির অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের পাশে বসিয়ে দুর্নীতির কথা বলছেন। আপনি যতবার আসবেন, তত তৃণমূলের আসন বাড়বে। ২০২৬-এ রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। বাংলা সীমান্ত পাহারার দায়িত্ব নরেন্দ্র মোদির সরকার। যতগুলো অভিযোগ ভিত্তিহীনভাবে তোলার চেষ্টা করেছেন, সব ক'টিতেই বিজেপি অভিযুক্ত। ভিত্তিহীন অভিযোগ বিকৃতভাবে বলে গিয়েছেন নরেন্দ্র মোদি।