Suvendu Adhikari: 'পরিবর্তন আনতে হবে, বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য', বললেন শুভেন্দু

Continues below advertisement

ABP Ananda LIVE : আমতায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। বদলও হবে, বদলাও হবে, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের অধঃপতন'। 'পশ্চিমবঙ্গ জামাতদের হাতে চলে গেছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে'। 'ওপারে যে কালচার, এপারেও একই কালচার আমদানি মমতা বন্দ্যোপাধ্যায়ের'। 'পরিবর্তন আনতে হবে, বিকাশবাদকে প্রতিষ্ঠিত করার জন্য'। 'আমতা, উদয়নারায়ণপুরে কাজ নেই, বাড়ি ছেড়ে অন্য রাজ্যে চলে গেছেন, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়'। 'দিদি জমি দেবেন না, ৯১ হাজার কোটি টাকা দিতে চান প্রধানমন্ত্রী, দিদি জমি দেন না'। 

এখনও থামেনি যন্ত্র ! হুমায়ুনের 'বাবরি' নির্মাণে অনুদানের টাকা গোনা হয়েই চলেছে, এই অবধি কত পড়ল জমা ?

মুর্শিদাবাদে হুমায়ুনের বাবরি মসজিদের জন্য জমা পড়ছে অনুদান। ফের বাবরি মসজিদের জন্য জমা পড়া টাকা গোনার কাজ শুরু। কেউ হাতে গুণছেন।কেউ গুণছেন মেশিনে।৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট, পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। ৭ তারিখের পর পর জমা পড়া টাকা গোনা হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা অনুদান জমা পড়েছে। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক   হুমায়ুন কবীর বলেন, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola