Suvendu Adhikari: শর্মিষ্ঠা পানোলিকে বেআইনিভাবে গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল কলকাতা পুলিশ: শুভেন্দু

ABP Ananda Live: 'বিচার পেলেন আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলি'। 'মতপ্রকাশ ও বাক স্বাধীনতা বন্ধে পুলিশি অত্যাচার', পোস্ট শুভেন্দু অধিকারীর। 'শর্মিষ্ঠা পানোলিকে বেআইনিভাবে গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল কলকাতা পুলিশ'। 'রাজনৈতিক নেতাদের খুশি করতে অতি উৎসাহের উদাহরণ', আক্রমণ বিরোধী দলনেতার।

 

কুকথা কাণ্ডে অবশেষে হাজিরা, বোলপুর SDPO অফিসে অনুব্রত মণ্ডল

SDPO অফিসে হাজির হলেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ার ঘটনায় অনুব্রত মণ্ডলকে দু'বার তলব করে পুলিশ। অসুস্থতার কথা বলে দু'বারই হাজিরা এড়িয়েছেন তিনি। কুকথা কাণ্ডের ৭ দিন পর হাজিরা দিলেন কেষ্ট।

IC-কে এই কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে গত শনি ও রবিবার তলব করেছিল পুলিশ। কিন্তু, অসুস্থতার কারণ দেখিয়ে সেখানে যাননি তিনি। অথচ, শনিবারই দিব্য়ি তৃণমূলের পার্টি অফিসে পৌঁছে গেছিলেন তিনি। ঘটনার ৭ দিন পর অবশেষে বীরভূমের SDPO অফিসে হাজিরা দিলেন কেষ্ট। এদিন বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ SDPO অফিসে পৌঁছন তিনি। শুরু হয়েছে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। অনুব্রত পৌঁছানোর আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় SDPO অফিস চত্বর। সূত্রের খবর, এদিন তিনি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে, সেখানে চলে আসেন। তবে যে পাইলট কার তিনি ব্যবহার করেন সেই গাড়িতে তিনি আসেননি। সবার চোখ এড়িয়ে এদিন অফিসে প্রবেশ করেন তিনি। SDPO অফিসের ভেতরে রয়েছে শান্তিনিকেতন থানা। পুলিশ লাইনের গেট দিয়ে শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে প্রবেশ করেন SDPO অফিসে। অর্থাৎ মূল গেট নয়, পিছনের গেট দিয়ে এদিন তিনি প্রবেশ করেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola