Suvendu Adhikari: মতুয়াদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য মহুয়ার, আক্রমণে মহা ব়্যালির ডাক শুভেন্দুর
ABP Ananda LIVE : মতুয়াদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় নালিশ । হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা দীপঙ্কর সরকারের। 'মতুয়াদের অপমান করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র'। লিখিত অভিযোগপত্রে উল্লেখ বিজেপি মুখপাত্র দীপঙ্কর সরকারের।
আরও পড়ুন...
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাঁদের থেকে টাকা নিয়েছিলেন এমন ৪ জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল ED
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা যাঁদের থেকে টাকা নিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন ৪ জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি, জীবনকৃ্ষ্ণর অ্য়াকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগে চিহ্নিত আরও ৪ জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে।
এবার কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান
এবার কাটমানি বিতর্কে জড়ালেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। যদিও এই সমস্ত অভিযোগ মিথ্য়ে বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।