BJP News : 'মা-মাটি-মানুষ নয়,মাফিয়া-মস্তান...',গুলশন কলোনির ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দুর

ABP Ananda LIVE : 'মা-মাটি-মানুষ নয়,মাফিয়া-মস্তান...',গুলশন কলোনির ছবি পোস্ট করে অভিযোগ শুভেন্দুর ।

আরও পড়ুন...

পর্দাফাঁস হল আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের

দিন দিন দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা। সাইবার প্রতারণার ছক বানচাল করতেও কোমর বেঁধে নেমেছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ গোয়েন্দা টিম। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটৈর সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয় মোহনপুর থানার অন্তর্গত রয়েল পার্ক এলাকায়। এখানেই একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন আট জন। তাদের মধ্যে পাঁচ জন ঝাড়খণ্ডের ও তিনজন বিহারের বাসিন্দা। তাদের আটক করেই গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ৩১টি স্মার্টফোন, ৮ টি ল্যাপটপ, ২ লক্ষ ৩৮ হাজার টাকা নগদ, এছাড়াও একাধিক ব্যাংকের পাস বই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola