Suvendu On Bikash Singha: 'বিকাশ সিংহের সঙ্গে আছে BJP', জেলবন্দি বিকাশের বাড়িতে শুভেন্দু
হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, ৯দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে শুভেন্দু। সোমবার আবার আসব, বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারীর । গ্রামবাসীদের ক্ষোভের কথা শুনেই জেলবন্দি বিকাশের বাড়িতে শুভেন্দু। এদিন তিনি বলেন, 'মমতাকে প্রাক্তন করে ছাড়াব।আইনি লড়াই করে বেল করাব। ২৬ তারিখ এই কোর্টে না হলে উচ্চ আদালতে যাব। বিজেপি বিকাশ সিংহের সঙ্গে আছে।'