Suvendu Adhikari: 'ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূম নেতাদের কাছে', ফের হুঁশিয়ারি শুভেন্দুর
ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল 'ডিসেম্বর' হুঁশিয়ারি। সোমবার বীরভূমের রামপুরহাটের জনসভা থেকে কাজল শেখের নাম করে শুভেন্দু অধিকারী বলেন, ডিসেম্বর মাস ভয়াবহ হবে বীরভূমের নেতাদের কাছে। পাল্টা, জবাব দিয়েছেন কাজলও।