Suvendu Adhir: রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল শুভেন্দুর
কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস। রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন পোস্তার রাম মন্দিরে। যোগ দিলেন অষ্টপ্রহরযজ্ঞে। সন্ধারতি করলেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। কলকাতায়, রাম মন্দিরে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্য়মে অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ্য়পালও।