BJP Meeting: ভোটে বাংলার ভরাডুবির পর ১৭ই জুলাই প্রথম কর্মসমিতির বৈঠকে বিজেপি | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: ভোটে বাংলার ভরাডুবির পর প্রথম কর্মসমিতির বৈঠকে বিজেপি । ১৭ই জুলাই বৈঠকে বসছে রাজ্য বিজেপির কর্ম সমিতি । বৈছকে থাকবেন বিজেপির ৪২ টি সাংগাঠনিক জেলার সভাপতি । 

এসএসকেএমে চাকরি দেওয়ার নামে প্রতারণা, ২জন গ্রেফতার। এসএসকেএম চত্বর থেকে ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার।এসএসকেএমের চিকিৎসকের সহকারী চাকরির নামে 'প্রতারণা'। হাসপাতাল চত্বরেই চাকরির 'ভুয়ো' নিয়োগপত্র দেওয়ার সময় পাকড়াও।২জনকে হাতেনাতে পাকড়াও করে এসএসকেএমের আউটপোস্টের পুলিশ। প্রতারণা চক্রে আর কারা কারা জড়িত? কিং পিনের খোঁজে পুলিশ।

১২ বছর আগে বাঁকুড়ার প্রতিবাদী খুন, তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড। খুনের মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৭জনের যাবজ্জীবন কারাদণ্ড । ২০১২: ইন্দিরা আবাস যোজনার টাকা 'তছরুপ', প্রতিবাদ করায় পিটিয়ে খুন। গণপিটুনিতে প্রতিবাদী গোলাম কুদ্দুস শেখ খুন, ৪১জনের বিরুদ্ধে অভিযোগ। ১৩জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বাঁকুড়ার জয়পুর থানার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola