Mithun Chakraborty: ভোটের সময় হুমায়ুনের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা হুঁশিয়ারি মিঠুনের

Continues below advertisement

ABP Ananda Live: উপ নির্বাচনের আগে বঙ্গসফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি, এদিন সল্টলেকে বিজেপি-র সদস্য সংগ্রহ কর্মসূচিতেও যোগ দেন তিনি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য রাখা হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখানে শাহের সামনে দাঁড়িয়েই ২০২৬ নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা যায় তাঁকে। (Mithun Chakraborty)

সম্প্রতি 'দাদাসাহেব ফালকে' পুরস্কারে মিঠুনকে সম্মানিত করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এদিনের সভায় মিঠুনকে বিশেষ ভাবে অভিবাদনও জানানো হয়। এর পর বক্তৃতা শুরু করেন মিঠুন। তিনি বলেন, "অনেকে বলেন, আমি সামনে আসি। এর আগে মুড়ি-গুড় খেয়ে ৩৭ দিন প্রচার করেছি। কিন্তু ফলাফলে খুব দুঃখ পেয়েছি। সুকান্তদা বলছেন আর ৩ শতাংশ ভোট পেলেই জিতব আমরা। আপনাদের কাছে প্রতিশ্রুতি চাই। তাহলেই সামনে আসব আমি। আমরা কি ১ কোটি সদস্য করতে পারব? তাহলে আমিও কথা দিলাম, ২০২৬ সালে মসনদ আমাদের হবে, তার জন্য যা করতে হয়, সব করতে পারি।" (Amit Shah)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram