BJP News: শীতলকুচির গোঁসাইয়ের হাটে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
ABP Ananda LIVE : শীতলকুচির গোঁসাইয়ের হাটে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেন বর্মণকে ঘিরে তুমুল বিক্ষোভ। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে পুজো দেওয়ার সময় বিক্ষোভ দেখানোর অভিযোগ বিজেপি বিধায়কের।
এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। প্রাথমিকে ও সেচ দফতরে চাকরি দেওয়ার নামে 'প্রতারণা' সিঁথি থানার ASI-এর। কনস্টেবল থাকাকালীন অভিযুক্ত ASI নিজের ভাইপোর কাছ থেকে ১২ লক্ষ টাকা চান বলে অভিযোগ। এক পরিচিতকে সেচ দফতরে চাকরি দেওয়ার নামেও প্রতারণা ওই ASI প্রতারণা করেন বলে অভিযোগ। চাকরিপ্রার্থীকে সরকারি দফতরে নিয়ে গিয়ে ২২ হাজার টাকা স্টাইপেন্ড পাইয়ে দেন বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের। পারিবারিক বিবাদের কারণে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর।