BJP MLA: 'চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়কের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'একবেলা খাবারের টাকা জমিয়ে একটা একটা করে যন্ত্র কিনে রাখতে হবে' । 'চোখের ওপর চোখ রাখলে তার চোখ তুলে নিতে হবে' । তালডাংরা বিধানসভার উপনির্বাচনের প্রচারে গিয়ে নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার । ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন, তার আগে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । দলটা অশিক্ষিত লোকে ভর্তি, এটাই ওদের সংস্কৃতি, বিজেপিকে পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বর।

আরও খবর...


রেল যাত্রীদের জন্য় সুখবর। হাওড়া থেকে বাঁকুড়া যেতে লাগবে এবার আরও কম সময়। রেল সূত্রে খবর, এবার থেকে হাওড়া থেকেই এক ট্রেনে মশাগ্রাম হয়ে যাওয়া যাবে বাঁকুড়া। রেল সূত্রে খবর,পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশনের ভূমিকা পালন করবে মশাগ্রাম স্টেশন।সেখানেই শুরু হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের কাজ। 

এবার নন্দীগ্রামে বিরোধী দলনেতার গড়েই বিজেপির কোন্দল প্রকাশ্যে এল। দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয় ও দুর্নীতির অভিযোগে নন্দীগ্রাম থানার দ্বারস্থ হলেন
নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বিজেপির নেতা, পদাধিকারীরা। সেপ্টেম্বর মাসে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে এলাকা উন্নয়ন প্রকল্প-সহ প্রায় ৬৫ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রধান দীনবন্ধু মণ্ডল। পাল্টা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন পঞ্চায়েত
সচিব নীলকমল দাস। গত ১৯ অক্টোবর পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেফতার করে। বিজেপি প্রধানকে গ্রেফতার নয় কেন, এই প্রশ্ন তুলে গতকাল থানায় যান তাঁরই দলের নেতারাই। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola