Abhishek Banerjee: অভিষেকের 'ঘেরাও' মন্তব্যের পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের|ABPAnandaLIVE
Shankar Ghosh On Abhishek Banerjee : অভিষেকের 'ঘেরাও' মন্তব্যের পাল্টা হুঙ্কার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। 'যেদিন এর পাল্টা শুরু হবে, অভিষেক দুবাই পালাবেন'। 'অভিষেকেরও ছোট সন্তান আছে'। 'আগামীদিনে সরকার পড়লে জনগণের ক্ষোভ। অভিষেকের বাড়িতে আছড়ে পড়লে ভাল হবে?'। 'তখন তো অভিষেকের প্রহরায় ৩ হাজার পুলিশ থাকবে না'। হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের