Tmc News : তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা ও কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। ঘটনায় কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলেকে গ্রেফতার করল পুন্ডিবাড়ি থানা। যা নিয়ে চড়েছে রাজনৈতিক পারদ।
আরও খবর....
কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণকাণ্ডে মৃত ১। মৃত বরকত শেখ বীরভূমের নানুরের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ ছিল, বাইরে থেকে দুষ্কৃতী এনে বোমা বাঁধা হচ্ছিল। অভিযোগের আঙুল ছিল স্থানীয় দুষ্কৃতী তুফান চৌধুরীর দিকে। তুফান নিজেও বোমা বিস্ফোরণে জখম হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, তুফান দাগি দুষ্কৃতী। তুফানের বিরুদ্ধে চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। ১০ দিন আগে জেল থেকে ছাড়া পায় তুফান। জেল থেকে বেরিয়ে সে কেন বোমা বাঁধছিল? কার নির্দেশে বোমা বাঁধা হচ্ছিল? বহিরাগতরা গ্রামে ঢুকল কীভাবে? পুলিশ কী করছিল? উঠছে একাধিক প্রশ্ন।