CID Summon : ভোট মিটতেই সিআইডি দফতরে হাজির চাকদার বিজেপি বিধায়ক
ভোট মিটতেই সিআইডি দফতরে হাজির চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে। আগেও দুবার তলব করা হয়েছিল বিজেপি বিধায়ককে। পঞ্চায়েত ভোটের কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। সকাল ১১টা নাগাদ ভবানীভবনে পৌঁছন বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ
এর আগে তাঁর পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতি থাকায় বিধায়ককে তলব করা হয়েছে
Tags :
Cid Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Aiims Scam