Swapan Majumder: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বেলাগাম বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার
Swapan Majumder: পঞ্চায়েত নির্বাচনের (Panchyat Election) আগে ফের বেলাগাম স্বপন মজুমদার (Swapan Majumder)। ভোট (Vote) চাইতে আসা তৃণমূল (TMC) নেতাদের জুতো মারার বিধান দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি (BJP) বিধায়ক। গতকাল গাইঘাটায় (Gighata) বিজেপির একটি অনুষ্ঠানে স্বপন মজুমদার (Swapan Majumder) এই মন্তব্য করেন। বিতর্ক শুরু হতেই বিজেপি বিধায়কের (BJP MLA) সাফাই, তৃণমূলের (tmc) ভোট লুঠ ঠেকাতেই এই পরামর্শ। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ককে গ্রেফতারের দাবি জানিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallik)।