Awas Yojna: আবাস-দুর্নীতি কাণ্ডে সুর চড়াচ্ছে বিজেপি | জমি-বিবাদের জেরে, মহিষাদলে একঘরে দুটি পরিবার
Continues below advertisement
আবাস-দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। রাজ্যের তিন প্রান্ত থেকে তৃণমূলকে একযোগে নিশানা করলেন সুকান্ত-শুভেন্দু-দিলীপ। আক্রমণের মুখে পড়লেন বিডিওরাও। উত্তর দিয়েছে তৃণমূল।
জমি-বিবাদের জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে দুটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠল গ্রামের পল্লি কমিটির বিরুদ্ধে। বয়কটের নেপথ্যে রয়েছে তৃণমূলের চক্রান্ত, অভিযোগ তুলেছে বিজেপি। মানতে নারাজ শাসক শিবির।
শীতের সঙ্গেই কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। পরিবেশবিদরা বলছেন, দূষণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার আবশ্যিক। ফুসফুসের সমস্য়া যাঁদের রয়েছে, তাঁদের সতর্ক থাকতে হবে। বয়স্কদের ক্ষেত্রে ইনফ্লুয়েজা ও নিউমোনিয়া ভ্য়াকসিন নেওয়া জরুরি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Awasyojna Bjp Landdispute ABP Ananda