Dilip Attacks Mahua:'দেশের সুরক্ষার বিনিময়ে উপহার নিয়েছেন',ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়াকে আক্রমণ দিলীপের।ABP Ananda LIVE
ক্যাশ ফর কোয়েশ্চেন কাণ্ডে মহুয়া মৈত্রকে ফের বেলাগাম আক্রমণ দিলীপ ঘোষের। তৃণমূল সাংসদের ব্যক্তিগত জীবনযাপন নিয়েও প্রশ্ন তুললেন দিলীপ। মহুয়া মৈত্রর চশমা, ব্যাগ, ঘড়ির দাম নিয়েও কটাক্ষ করলেন বিজেপি সাংসদ। 'দেশের সুরক্ষার বিনিময়ে উপহার নিয়েছেন মহুয়া। তাঁর পাপের ঘড়া ভরে গেছে, সিবিআই তদন্ত হচ্ছে। মহুয়া মৈত্রর সাংসদ পদও খারিজ হতে পারে', মন্তব্য বিজেপি সাংসদের।
Tags :
National Security TMC MP Mahua Moitra DISTRICT Cash For Question Scam Dilip Attacks Mahua BJP MP Dilip Ghosh